ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

জাতীয় নাগরিক সম্মান পেয়ে অবাক ক্লার্ক

মাইকেল ক্লার্ক ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অফিসার নিযুক্ত হয়েছেন। অজি জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের আগে জাতীয় নাগরিক সম্মান পেয়েছেন অ্যালান বর্ডার, রিকি পন্টিং ও স্টিভ ওয়ার মতো কিংবদন্তিরা।ক্রিকেটের মাধ্যমে দেশটিতে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে নাগরিক সম্মান হিসেবে দেয়া হয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’। এবার ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এবার একই সম্মানে ভূষিত করা হলো।

বিশেষ সম্মানে সম্মানিত হওয়ার পর ৩৯ বছর বয়সী ক্লার্ক বলেন, খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম জুনে আমাকে এপ্রিল ফুল করা হচ্ছে। আশ্চর্য এবং সম্মানীত বোধ করছি আমি।’

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফলতম দেশটির হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন মাইকেল ক্লার্ক। ২০১৫ সালে ঘরের মাঠে তার অধীনেই ওয়ানডে বিশ্বকাপ জিতে অজিরা। এরপরই অবসর নেন তিনি। 

ব্যাট-প্যাড তুলে রাখার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ হাজারের বেশি রান করেন ক্লার্ক।
ads

Our Facebook Page